بسم الله الرحمن الرحيم
ইসলামী শিক্ষার প্রথম প্রাণকেন্দ্র
মাওঃ মোঃ আব্দুল লতীফ
ষাটের দশকে (১৯৫১ সালে) নানা প্রতিকুল পরিবেশে কিছু ত্যাগী ও সত্যানুসন্ধানী মানুষের ঐকাত্মিক প্রচেস্টায় প্রতিষ্ঠিত হয় স্বনমধন্য ঐতিহ্যবহী চৌগাছা কামিল মাদ্রাসা। কালের চড়াই-উতরাই পেরিয়ে আজ সে মানুষ গড়ার কাজে নিয়োজিত হয়েছে। স্বাধীনতার প্রবেশদ্বার ভারতবর্যের প্রথম নীল বিদ্রোহের প্রাণ কেন্দ্রে, কপোতাড়্গ বিধৌত চৌগাছায় ইসলামী শিক্ষায় শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠনের দীপ্ত প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত চৌগাছা কামিল মাদ্রাসা। এই মাদ্রাসার সঙ্গে জড়িয়ে রয়েছে এ অঞ্চালের ইসলামী চেতনা ও ভাবধারা। জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে এই মাদ্রাসার ছাত্রদের বলিষ্ঠ অবস্থান এই অঞ্চালকে গৌরবের অধিকারী ও সম্মানিত করেছে। এই মাদ্রাসা এমন কিছু কৃতি সনতান জাতিকে উপহার দিয়েছে যাদের নাম ও অবদান উলেলখ করার মত এবং তাদের সংখ্যাও নগন্য নয়। কিছু ছাত্র আজ গুণীজনে পরিণত হয়ে বিদেশেও বুদ্ধিজীবির ভূমিকায় জন্মভূমির সুনাম বৃদ্ধি করছেন।
চৌগাছা মাদ্রাসার একটি সুদীর্ঘ ঐতিহ্য আছে, ১৯৫১ সালে যখন এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় তখন আশেপাশে ইসলামী শিক্ষা প্রসারের কোন প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। সেই প্রেক্ষাপটে এই মাদ্রাসাকে উক্ত এলাকার ইসলামী শিক্ষা বিসতারের আলোকবর্তিকা হিসাবে আখ্যায়িত কারা হয়। সুদীর্ঘ প্রতিষ্ঠাকাল থেকে এ দেশে জ্ঞান-বিজ্ঞান, সাংবাদিকতা, সমাজসেবা ও সংস্কারে, শিক্ষা-সংসকৃতি, সাহিত্য ও শিল্প জগতে, বিশেষ করে ইসলামী শিক্ষা ও সংস্কৃতিতে নেতৃত্বদানের মাধ্যমে বিরাট অবদান রেখে আসছে।
পবিত্র হেরা কন্দরে ধ্যানমগ্ন মুহাম্মদ (সাঃ) যে তিমির বিনাশী মানবতার বাণী স্বরগ্ থেকে প্রাপ্ত হয়ে পার্থিব জীবনের অবশিষ্ঠ সময় তার প্রচারে এবং সকল ধরনের সংকীর্ণতা, নীচুতা ও অন্ধত্বের বিরুদ্ধে মানবতার মুক্তির পথে ব্যয় করেছেন, সেই ইলম চর্চার কেন্দ্র থেকে বিচ্ছুরিত পবিত্র রোশনীও তেমনী এ প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীকে সে পথে জীবন সাধনায় উদ্বুদ্ধ করবে বলে বিশ্বাস করি। প্রকৃত ইসলামী শিক্ষা মানুষকে সংযমী, উদার, ক্ষমাশীল এবং আলোকিত ও বন্ধু-ভাবাপন্ন হবার শিক্ষা দেয়। সেই থেকে তারা সাহসী ও সপষ্টবাদী হবার শিক্ষা পায়। তাই, সঙ্গতভাবেই আশা করা উচিত যে, এ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বৃন্দ তাদের ফলিত জীবনে একেকজন বড় মাপের মানুষ হবে, সৌন্দর্যের অন্বেষাই হবে তাদের জীবনের প্রধানতম সাধনা এবং মানুষের প্রতি সংবেদনশীলতা ও দায়বদ্ধতা হবে তাদের মাদ্রাসা শিক্ষার পাওয়া।
দ্বীনি এ প্রতিষ্ঠানটি শূন্য থেকে তিল তিল করে গড়ে তুলতে তথা সুখে-দুখে যারা সহযোগিতা করে আজকের অবস্থান এবং সুনামের অধিকারী করেছেন, মহান রাব্বুল আলামিন তাদের সবাইকে ইহকাল ও পরকালে উত্তম জাযা দিন। আমিন।
অধ্যক্ষ
মাওঃ মোঃ আব্দুল লতীফ
চৌগাছা কামিল মাদ্রাসা
মোবাঃ ০১৭১১-৯৪০০৫১
ফোনঃ ০৪২২-৫৬৪৭২ (অফিস)
http://ckmedu.blogspot.com/
https://sites.google.com/site/ckmedubd/